সি প্রোগ্রাম রান করতে হলে প্রয়োজন হয় "কোড ব্লকস" নামক একটি সফটওয়্যার ।
নিচে এই সফটওয়্যার এর ইন্সটলেশান পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হলঃ
কোড
ব্লকস ইন্সটলেশান পদ্ধতি
১)
প্রথমেই ডাউনলোড করে নিন কোড ব্লকস এই লিঙ্ক থেকে Code Blocks ।
২) ডাউনলোড করা হয়ে গেলে ডাউনলোড করা ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে।
করলে একটি উইন্ডু আসবে সেখানে Yes ক্লিক করতে হবে। Yes ক্লিক করার পরে নিচের ছবির মত একটি উইন্ডু আসবে।
৩) এরপর ছবির মত উইন্ডুতে next বাটন এ ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মত উইন্ডু আসবে।
ছবিঃ ২
৪) ২ নং ছবিতে I Agree বাটন এ ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মত আরেকটি উইন্ডু আসবে।
ছবিঃ ৩
৫) ৩ নং ছবিতে next ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মত আরেকটি উইন্ডু আসবে।
ছবিঃ ৪
৬) ৪ নং ছবিতে Install বাটন এ ক্লিক করতে হবে। তারপর নিচের ছবির মত আরেকটি উইন্ডু আসবে নিজে নিজে Install হতে থাকবে।
ছবিঃ ৫
শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
শেষ হলে নিচের ছবির মত আরেকটি উইন্ডু আসবে।
ছবিঃ ৬
৭) এবার ৬ নং ছবিতে Next বাটন এ ক্লিক করতে হবে, করলে নিচের ছবির মত আরেকটি উইন্ডু আসবে।
ছবিঃ ৭
৭ নং ছবিতে Finish এ ক্লিক করলে ইন্সটলেশান শেষ হবে।
0 comments:
Post a Comment