পৃথিবী কাঁপানো সেরা ১২ জন প্রোগ্রামার নিয়ে আমাদের আজকের আলোচনা যারা কোড লিখেন না শুধু , কোড তৈরী ও করেন। এই ১২ জন বর্তমান প্রোগ্রামিং এর  জগতের সেরা নক্ষত্র। এই লিস্ট টি করেছেন IT World এর একজন সম্পাদক Phil Jhonson । প্রথমেই দেখে নেই কারা এই ১২ জন?
1) Jon Skeet
2) Gennady Korotkevich
3) Linus Torvalds
4) Jeff Dean
5) John Carmack
6) Richard Stallman
7) Petr Mitreachev
8) Fabrice Bellard
9) Doug Cutting
10) Donald Knuth
11) Anders Hejlsberg
12) Ken Thompson


আমরা প্রথমেই আলোচনা করব Jon Skeet কে নিয়েঃ

1) Jon Skeet:


          তাকে বর্তমানে সেরা প্রোগ্রামার বলে অনেকেই দাবী করেন। তার খ্যাতির মুল কারন হচ্ছে তিনি সেরা একজন stackoverflow কন্ট্রিবিউটর। ৩৮ বছর বয়স্ক এই প্রোগ্রামার এর জন্ম ইংল্যান্ড এ।

পেশাগত পরিচয়ঃ

  • তিনি C# in Depth  সাইটের মালিক।
  • Stack overflow তে উনার সবচেয়ে বেশি রেপুটেশান, যা সংখ্যায় ৭,৩৭, ৯০১ টি । 
  • তিনি বর্তমানে গুগল এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত । 

"তিনি এমনি একজন দক্ষ প্রোগ্রামার তার ডিবাগার (Debugger) প্রয়োজন হয় না, তিনি শুধুমাত্র বাগের (Bug) এর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান যতক্ষণ না পর্যন্ত কোড তার (Bug) স্বীকার করে" 
মন্তব্যটি করেছেন Steven A. Lowe নামক একজন ভদ্রলোক।

তার সম্পর্কে একটি বহুল প্রচলিত একটি মন্তব্য হলঃ
"যখন কম্পাইলার Jon Skeet এর কোড কম্পাইল করতে ব্যর্থ হয়, তখন কম্পাইলার তার কাছে ক্ষমা চায়" 
মন্তব্যটি এনিনমাস এর।  

তার প্রোগ্রামিং দক্ষতা সম্পর্কে আরেকটি মন্তবু হলঃ 
"তিনি কোন কোডিং কনভেনশন ফলো করেন না, তিনি যা লিখেন তাই কনভেনশন"
এ মন্তব্যটি ও এনিনমাস এর। 

তিনি এখন পর্যন্ত Stack overflow তে ৩০,৭৯০ টি প্রশ্নের উত্তর দিয়েছেন গত ৬ বছরে। 
তিনি গড়ে প্রতিমাসে ৪২৫ টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। 

তার stackoverflow ID হচ্ছেঃ Jon Skeet in stackoverflow
তাকে গুগল প্লাস এ পেতে চাইলে যেতে হবে Jon Skeet in Google Plus  এখানে। 
তাকে টুইটার এ ফলো করতে চাইলে যেতে হবে Jon Skeet in Twitter এখানে ।  
তার ব্লগ অ্যাড্রেস হচ্ছেঃ Blog of Jon Skeet
তার ইউটিউব চ্যানেল হচ্ছেঃ Jon Skeet in Youtube । 


2) Gennady Korotkevich:

তিনিও বর্তমান বিশ্বের একজন অন্যতম সেরা প্রোগ্রামার। তিনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য বিখ্যাত । তার জন্ম ১৯৯৪ সালের ২৫ সেপ্টেম্বর। অর্থাৎ তার বয়স মাত্র ২০ বছর। তার জন্ম রাশিয়ায়। 

 পরিচয়ঃ 
  • International Olympiad in Informatics  এর সবচেয়ে কম বয়সী কম্পিটিটর। উনি ১১ বছর বয়সে International Olympiad in Informatics  এ অংশ নেন যা ইতিহাসে প্রথম। তিনি টানা ৬ বার International Olympiad in Informatics এ গোল্ড মেডেল পান ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে।
  • ২০১৩ সালের ACM icpc  ফাইনাল এ বিজয়ী দলের সদস্য ছিলেন এবং ২০১৪ সালে বিজয়ী দলের দলনেতা ছিলেন। 
  • তিনি ফেসবুক হ্যাকার কাপ জিতেছেন। 
  • তিনি CodeForces এর র‍্যাঙ্ক ওয়ান প্রব্লেম সল্ভার Gennady Korotkevich in CodeForces। 
  • ওয়ার্ল্ড আল্গরিদমিস্ট দের  মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন।  
  • গুগল কোড জ্যাম ২০১৪ উইনার।
তার সম্পর্কে বলা হয়ে থাকে "একজন প্রোগ্রামিং দৈত্য"

তার ফেসবুক পেজ হচ্ছেঃ Gennady Korotkevich in Facebook (আসলেই তার কিনা জানা যায় নি)।
তার টপকোডার প্রোফাইলঃ Gennady Korotkevich in TopCoder.
তার SPOJ প্রোফাইলঃ Gennady Korotkevich in SPOJ

আজ এ পর্যন্তই অন্য কোন দিন বাকিদের সম্পর্কে জানব ইনশাআল্লাহ। 
সবাই ভাল থাকেন। সেরা প্রোগ্রামারদের কাছ থেকে অনুপ্রেরনা নিয়ে সেরা হবার পথে এগিয়ে যান।
আল্লাহ হাফেয।

লেখাঃ এম.এ. সালেহ MA Saleh
রেফারেন্সঃ উইকিপিডিয়া, গুগল, আই,টি ওয়ার্ল্ড ইত্যাদি। 
#Programming article #Top programmer