স্বপ্ন কি গুগল এ ক্যারিয়ার গড়া?
আপনার স্বপ্নের পথে পা বাড়াতে এখনি জেনে নিন কি করতে হবে?
লেখাটা আপনার জন্যই
--এম,এ,এস

প্রতি বছর গুগল চারবার এই আয়োজন করে থাকে। 
এটা একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এলগরিদম ভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়।
BS অথবা MS অথবা Phd করতেছে এবং আগামি এক বছরের মধ্যে তাদের কোর্সটি শেষ হবে হবে তারাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় সমস্যা গুলো সমাধান করার জন্য ৩ ঘন্টা সময় পাওয়া যায়। প্রতিযোগিতার পারফরমেন্স এর উপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয়। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের মধ্য থেকে গুগল কর্তৃপক্ষ কিছু ছাত্র কে তাদের প্রধান কার্যালয়ে সাক্ষাৎকার এর জন্য ডাকে। এবং সফল ভাবে সাক্ষাৎকার শেষ করতে পারলে আপনিও পেয়ে যেতে পারেন গুগলে চাকুরী করার সুবর্ণ সুযোগ।
এই বছর প্রতিযোগিতায় অংশ নিতে রেজিঃ করুন এখনি, এবং পরীক্ষা হবে ৯ নভেম্বর।
রেজিঃ করতে এই লিঙ্ক এ ঃ https://code.google.com/codejam/apactest
আপনি যদি একেবারে এই প্রতিযোগিতায় নতুন হয়ে থাকেন তাহলে এই লিঙ্ক এ যানঃhttps://code.google.com/codejam/apactest/quickstart.html
যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১ম, ২য় বা ৩য় বর্ষের ছাত্র তাদের উচিত এখন থেকে প্রস্তুতি নেয়া।
সবার শুভ কামনায়।
আজ এই পর্যন্তই ।
আল্লাহ হাফেয ।


Previous Post(Leap Year Or Not